১ম রাশীদ মাহমুদ স্মৃতি অন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২২

 

***আয়োজনের প্রেক্ষাপট****

অ্যান্থ্রোপলজি ডিবেটিং ক্লাবের (এডিসি) প্রতিষ্ঠাতা মডারেটর অধ্যাপক রাশীদ মাহমুদ স্মরণে অ্যান্থ্রোপলজি ডিবেটিং ক্লাব আয়োজন করতে যাচ্ছে “১ম রাশীদ মাহমুদ স্মৃতি অন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২২”।
অধ্যাপক রাশীদ মাহমুদ ছিলেন অ্যান্থ্রোপলজি ডিবেটিং ক্লাবের প্রাণপুরুষ। এই ডিবেটিং ক্লাবের সূচনালগ্ন থেকে মডারেটর হিসেবে তার সরব উপস্থিতি নানাভাবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে। গত বছর ৩১শে মার্চ স্যারের অকাল প্রয়াণ ক্লাবের প্রাক্তন ও বর্তমান- সকল সদস্যের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। ক্লাবকে গতিশীল রাখার যে অনুপ্রেরণা তিনি ক্লাবের সদস্যদের মাঝে রেখে গিয়েছেন, তারই ধারাবাহিকতায় অ্যান্থ্রোপলজি ডিবেটিং ক্লাব রাশীদ মাহমুদ স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে অর্থাৎ ৩১ শে মার্চ, ২০২২-এ আয়োজন করতে যাচ্ছে “১ম রাশীদ মাহমুদ স্মৃতি অন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২২”। স্যারকে স্মরণ করা এবং বিতর্কে ও ক্লাবে তার অবদানকে সম্মান জানানোর উদ্দেশ্যেই এই বিতর্ক উৎসবের আয়োজন।
এবারের স্লোগান–

“নিয়ম ভাঙার শুদ্ধ যুদ্ধে
জীবন চলুক যুক্তির নিয়মে”

***বিতর্ক উৎসব সম্পর্কিত***

এই সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় নৃবিজ্ঞান বিভাগের সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করবে।
১. Team Marxist
২. Team Postmodernist
৩. Team Feminist
৪. Team Anarchist
৫. Team Interpretivist
৬. Team Structuralist
৭. Team Evolutionist
৮. Team Diffusionist

বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে প্রতিটি দল ৪টি করে বিতর্কে অংশ নেবে। প্রথম পর্বের ৪টি বিতর্কের ফলাফল বিবেচনায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ৪টি দল সেমিফাইনালে উন্নীত হবে। অতঃপর নক আউট পদ্ধতিতে দু’টো দল চূড়ান্ত পর্বের জন্য বিবেচিত হবে।

 

***উৎসবের সময়সূচি***

৩১শে মার্চ ২০২২, বৃহস্পতিবার

উদ্বোধনী অনুষ্ঠান (২ঃ০০-৩ঃ০০)

১ম পর্বের ১ম বিতর্ক (৩ঃ৩০-৫ঃ০০)

১লা এপ্রিল ২০২২, শুক্রবার

১ম পর্বের ২য় বিতর্ক (৩ঃ৩০-৫ঃ০০)

২রা এপ্রিল ২০২২, শনিবার

১ম পর্বের ৩য় বিতর্ক (১০ঃ০০-১১ঃ৩০)

১ম পর্বের ৪র্থ বিতর্ক (১ঃ০০-২ঃ৩০)

সেমিফাইনাল বিতর্ক (৩ঃ৩০-৫ঃ০০)

৩রা এপ্রিল ২০২২, রবিবার

ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান (১২ঃ০০-২ঃ০০)